

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, 'তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাক, শত্রুর মোকাবিলা কর'। তিনি আরও বলেছিলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। ওই ভাষণ সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা জুগিয়েছিল জাতিকে।
ওই ভাষণের ধারাবাহিকতায় ২৬ মার্চ আসে স্বাধীনতার ঘোষণা। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পথ বেয়ে ১৬ ডিসেম্বর আসে বিজয়, বিশ্ব মানচিত্রে অভ্যূদয় ঘটে বাংলাদেশের।
দিনটি পালনে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করবে এদিন।
৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। (এসআর)

| ||||



