Web bengali.cri.cn   
বাংলাদেশে ব্যাংকের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
  2013-03-06 11:22:26  cri

বাংলাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বেশ কয়েকটি স্থানে ইসলামী ব্যাংকের শাখা ও এটিএম বুথের ওপর হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার এই চিঠি পাঠাল বাংলাদেশে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন: "ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ। যে কারণে এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের রয়েছে। এজন্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করেছি।"

এর আগে টেলিফোনে একই বিষয়ে স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

শাহবাগ-ভিত্তিক আন্দোলনকারীরা তাদের ভাষায় যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে, যাতে ইসলামী ব্যাংকের নাম রয়েছ। তারা এসব প্রতিষ্ঠান বর্জনের ডাক দিয়েছে।

ইসলামী ব্যাংকের শাখা ও এটিএম বুথ ভাংচুরের পর ব্যাংক কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায়। (এসআর)

মন্তব্য
লিঙ্ক