

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে পতাকা নেড়ে লোকোমোটিভ রেল ইঞ্জিন ও ২০টি ট্যাংক ওয়াগন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বাংলাদেশে সফরের তৃতীয় ও শেষ দিনে ব্যস্ত সময় কাটান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
মঙ্গলবার রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ভারত থেকে আমাদানি করা দুটি লোকোমোটিভ রেল ইঞ্জিন ও ২০টি ট্যাংক ওয়াগন উদ্বোধন করেন যোগ হয়েছে বাংলাদেশ রেওয়ে বহরে। রেলওয়ের উন্নয়নে খুব শিগগির ৭০টি লোকোমোটিভ ইঞ্জিন ও ২০০টি কোচ আনা হবে ভারত থেকে। স্বল্প সুদে ভারত থেকে এসব ইঞ্জিন ও কোচ আমদানি করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশে এসে নড়াইলে ভদ্রাবিলা গ্রামে শ্বশুর বাড়ি ঘুরে গেলেন প্রণবমুখার্জি। রাষ্ট্রপতি জামাইবাবুর আগমনে খুশি ভদ্রবিলা গ্রামের মানুষ। পরে তিনি টাঙ্গাইলে ভারতেশ্বরি হোমস সফর করেন। তিনদিনের সফর শেষে বিকেলেই তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।




