
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

2013-03-06 10:00:45 cri
মার্চ ৬: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন রিজার্ভ ১৪.১০৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।
বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যকরী পদক্ষেপ, রপ্তানিকারকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি, খাদ্য উত্পাদন বৃদ্ধির কারণে চালের আমদানি হ্রাস এবং জ্বালানি তেল আমদানিতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ঋণ সহায়তায় আমদানি ব্যয়ের চাপ কমাসহ বিভিন্ন কারণে রিজার্ভে এ রেকর্ড সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ মাসেরও বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব। এদিকে রিজার্ভ বাড়ার কারণে মার্কিন ডলারের বিপরীতে টাকা আগের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। (এসআর)
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
