Web bengali.cri.cn   
বাংলাদেশে বিএনপির হরতাল শুরু
  2013-03-05 10:59:03  cri

মার্চ ৫: আজ সকাল ছয়টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে প্রধান বিরোধী দল বিএনপির ডাকা ১২ ঘন্টার হরতাল।

আঠারো দলীয় জোটে বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হওয়ার সঙ্গ সঙ্গে শুরু হলো এ প্রধান বিরোধী দলের এ হরতাল।

'সারা দেশে গণহত্যা'র প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে গত রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। বিএনপিও হরতাল ডেকেছে 'গণহত্যা'র প্রতিবাদে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতাল পালনের জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান সোমবার।

এর আগের দিন অর্থাত্ সোমবার সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয় জামায়াতের ডাকা হরতাল। কমলাপুর রেলস্টেশনে একটি আন্তঃনগর ট্রেনে অগ্নিসংযোগ এবং কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ছাড়া বড় কোনো সহিংসতা হয়নি ওই দিন।

এদিকে সোমবারও হরতালবিরোধী মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। চৌদ্দ দলও একই রকম কর্মসূচি পালন করে।

যুদ্ধাপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ আদালত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দলের কর্মীরা সারাদেশে সহিংসতা শুরু করে। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে গত কয়েকদিনে অন্তত ৮০ ব্যক্তি নিহত হয়, যাদের বেশিরভাগই জামায়াত ও তার অঙ্গসংগঠন ছাত্রশিবিরের কর্মী। (এসআর)

মন্তব্য
লিঙ্ক