Web bengali.cri.cn   
বিএনপির ঢিলেঢালা হরতাল, বিচ্ছিন্ন সহিংসতা, আহত ১১৮, আটক অর্ধশতাধিক
  2013-03-06 08:55:26  cri

কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা ছাড়া দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতাল পালন করেছে প্রধান বিরোধীদল বিএনপি। জামাতের গত দুদিনের হরতালে সহিংসতার তুলনায় এদিন পরিস্থিতি ছিল অনেকটাই শান্তিপূর্ণ।

সংখ্যায় কম হলেও ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে রিক্সা, সিএনজি ও বাস চলাচল করেছে। অফিসআদালতে উপস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। রাজধানীর কয়েক জায়গায় বিএনপির মিছিল থেকে ককটেল ফাটানো হয়। রাজধানীর নন্দীপাড়ায় দেশটিভির গাড়িতে আগুন দেয় দুবৃত্তরা। সারাদেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে ১১৮ জন, আটক করা হয়েছে অর্ধশতাধিককে।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে বেলা ৩টায় গণসমাবেশ করে শাহবাগ গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি উচ্চকিত হয়েছে আবারো।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
লিঙ্ক