

হরতাল চলাকালে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, মিরপুর বাঙলা কলেজের সামনে এবং মিরপুর ৬ নম্বর সেকশনে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া কারওয়ান বাজারে একটি বাসে আগুন দেয় পিকেটাররা।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জে পুলিশ ও পিকেটার মধ্যে সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। রাজশাহীতে পিকেটাররা টায়ার পুড়িয়ে সড়ক ও রেল চলাচল বন্ধের চেষ্টা করে, তবে পুলিশ তাদেরকে হটিয়ে দেয়।
ঝালকাঠি শহরে কয়েকটি বিস্ফোরণ ঘটে, তবে কেউ হতাহত হয়নি কেউ। পুলিশ ৯ পিকেটারকে আটক করে।
সকাল ছয়টা থেকে শুরু হয় প্রধান বিরোধী দল বিএনপির ডাকা ১২ ঘন্টার হরতাল। আঠারো দলীয় জোটে বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হওয়ার সঙ্গ সঙ্গে শুরু হলো এ প্রধান বিরোধী দলের এ হরতাল।
'সারা দেশে গণহত্যা'র প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে গত রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। বিএনপিও হরতাল ডেকেছে 'গণহত্যা'র প্রতিবাদে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতাল পালনের জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান সোমবার।
এর আগের দিন অর্থাত্ সোমবার সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয় জামায়াতের ডাকা হরতাল।
যুদ্ধাপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ আদালত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দলের কর্মীরা সারাদেশে সহিংসতা শুরু করে। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে গত কয়েকদিনে অন্তত ৮০ ব্যক্তি নিহত হয়, যাদের বেশিরভাগই জামায়াত ও তার অঙ্গসংগঠন ছাত্রশিবিরের কর্মী। (এসআর)

| ||||



