

বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল মারা গেছেন।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় সিঙ্গাপুরের রয়েল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আব্দুল জলিলের মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।
আব্দুল জলিল দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
আব্দুল জলিলের জন্ম ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ জেলায়। ১৯৬৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনার জন্য লন্ডনে যান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার স্বাধিকার আন্দোলনে যোগ দিতে পড়াশোনা শেষ না করেই দেশে ফিরে আসেন তিনি।
জলিল ১৯৭৩, ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।(এসআর)

| ||||



