Web bengali.cri.cn   
বাংলাদেশের দারিদ্য বিমোচন প্রকল্প পরিদর্শনে গেলেন চীনা রাষ্ট্রদূত
  2013-03-07 18:45:20  cri

    মার্চ ৭: বুধবার চীনা রাষ্ট্রদূত লি চুন এবং কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, মেয়ানমার ও ফিলিপাইনসের কূটনীতিবিদরা বাংলাদেশের বৃহত্তম এন জি ও ব্রাকের আমন্ত্রণে কাজিপুরের দারিদ্র বিমোচন প্রকল্পগুলোর পরিদর্শন করেছেন।

    পরিদর্শন দল কাজিপুরের শ্রীপুর গ্রামে পৌঁছে সেখানকার ব্রাকের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এবং স্বাস্থ্য ও চিকিত্সা প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন। এসময়ে কূটনীতিবিদরা গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন এবং অঞ্চলের দারিদ্র বিমোচনের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।

    পরিদর্শন দলের সদস্যরা স্থানীয় ব্রাকের স্কুলে গিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করেছেন। বিকেলে তারা ব্রাক কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্রে গিয়ে কৃষি বিশেষজ্ঞদের বীজ পালন ও কৃষি প্রযুক্তি উন্নয়ন প্রকল্পও পর্যবেক্ষণ করেন। (স্বর্ণা/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক