Web bengali.cri.cn   
মহানবী সম্পর্কে আপত্তিকর প্রচার সনাক্তে কমিটি হচ্ছে
  2013-03-11 11:21:58  cri

মর্চ ১১: ব্লগ, ফেইসবুক বা অন্যান্য মাধ্যমে মহানবী (স.) সম্পর্কে আপত্তিকর প্রচারণাকারীদের সনাক্ত করতে একটি কমিটি হচ্ছে বাংলাদেশে। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রোববার এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বলেন, "ব্লগ, ফেইসবুক, ইন্টারনেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যারা মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য প্রচার করছেন, তাদের সনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।"

যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গত মাসে আন্দোলন শুরুর পর কয়েকটি গণমাধ্যমে শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক আখ্যা দেয়া হয়।

ওই আন্দোলনের ১০ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় নিহত হন এর আয়োজকদের একজন ব্লগার আহমেদ রাজীব হায়দার।

সে ঘটনার পর কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, রাজীব ব্লগে 'ইসলাম ধর্ম-বিরোধী' লেখা লিখেছেন। কয়েকটি সংবাদপত্র তার কথিত লেখা প্রচারও করে, যা ছিল মহানবী (স.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যে ভরা।

এসব খবর প্রকাশের পর বিভিন্ন ইসলামী দল শাহবাগ আন্দোলনের বিরোধিতায় নামে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত হানার কোনো উদ্দেশ্য ও তত্পরতা তাদের নেই, রাজনৈতিক দল হিসেবে জামায়াতেই ইসলামীকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন তারা। (এসআর)

মন্তব্য
লিঙ্ক