Web bengali.cri.cn   
উদ্বিগ্ন বাংলাদেশের ব্যবসায়ীরা
  2013-03-11 10:39:21  cri

মার্চ ১১: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বিঘ্নে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। তাঁরা এ পরিস্থিতির একটি রাজনৈতিক সমঝোতা চান এবং এ লক্ষ্যে করণীয় ঠিক করতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বৈঠক করছেন।

প্রথম আলো সংবাদপত্রে সোমবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় থাকে এমন একটি রাজনৈতিক সমঝোতা চাচ্ছেন ব্যবসায়ীরা।

গত শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের এক বৈঠকে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সমাধানের একটি পথ বের করতে ফেডারেশন সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে এফবিসিসিআইয়ের সাবেক আট সভাপতি দেশের পরিস্থিতি নিয়ে শুক্রবার গুলশানের ওয়েস্টইন হোটেলে এক বৈঠক করেন।

ওই বৈঠকের ব্যাপারে সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, "বিদ্যমান পরিস্থিতিতে উত্তরণের পথ নিয়ে আমরা আলোচনা করেছি।"

এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের বাসায় গত বুধবার রাতে এক বৈঠকে বসেন ব্যবসায়ীরা।

ওই বৈঠকের ব্যাপারে এ কে আজাদ বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমরা ব্যবসা করতে পারছি না। ভালো ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ যেন বজায় থাকে, সে জন্য করণীয় ঠিক করতে আমরা বসেছিলাম।"

গত ২ মার্চ ২৬টি ব্যবসায়ী সমিতি ও চেম্বারের নেতারা রাজধানীর একটি হোটেলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। (এসআর)

মন্তব্য
লিঙ্ক