

এদিকে বিতর্কিত এক শিশুনীতি তত্ত্বাবধান করা পরিবার পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। তবে পরিবার পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনার পর এক শিশুনীতির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না, তা নিশ্চিত নয়।
দুর্নীতি আর তহবিল অপচয়ের জন্য রেলওয়ে মন্ত্রণালয় ব্যাপক সমালোচনায় পড়েছিল। ২০১১ সালে দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী লিউ ঝিজুনকে সরিয়ে দেওয়া হয়। রেল মন্ত্রণালয়ের বিলুপ্তির মধ্য দিয়ে চীনে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে জনগণ ও নেতাদের উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটল।
রেলওয়ে বিষয়কনিরাপত্তা ও বিধিবিধানের দেখভাল করবে পরিবহন মন্ত্রণালয়। নির্মাণ ও সেবা ব্যবস্থাপনার বিষয়টি দেখবে নতুন চীনা রেলওয়ে করপোরেশন।
স্টেট কাউন্সিলের মহাসচিব মা কাই বলেন, দায়িত্বে অবহেলা, ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি কার্যকরভাবে মোকাবিলা করা হয়নি। তিনি বলেন, দুর্বল তত্ত্বাবধানের কারণে এমনটি সম্ভব হয়েছে। (প্রথম আলো)




