|
অবেশেষে, স্বামীর ইচ্ছে অনুযায়ী ছোটবেলার ছেলেটিকে খুঁজে এনে স্ত্রীকে উপহার দেয়া হলো না, উল্টো স্বামীই স্ত্রীর কাছ থেকে উপহার পেলেন এই যে- স্ত্রীর ছোট বেলা থেকে এ পর্যন্ত তার মনের একমাত্র প্রেমিক হলো তার স্বামী। এর সাথে স্ত্রী চুং ইয়েন স্বামীকে আরও একটি দিয়ে গেলেন যে, স্ত্রী হীন একাকি জীবন, যেখানে সংসারের দায়িত্ব-কর্তব্য নেই আছে শুধু পেশাদার জীবনের একটি উজ্জ্বল ভবিষ্যত।
শ্রোতা, আমরা সবাই জানি যে কাছের-দূরের, ছোট-বড়, ধনী-গরিব সকল মানুষের তাদের সম্পর্ককে যথাযথ সম্মানের সাথে মূল্যায়ণ করা উচিত। কিন্তু সত্য হচ্ছে এই যে, আমরা তা সবসময় করি না। তাই আগামীকাল, পরশু অথবা দূর আগামীতে যখন কাছের বা দূরের কোনো সম্পর্ককে মূল্যায়ণ করতে চাই তখন হয়তো বা অনেক দেরি হয়ে যায়। হয়তো সে মানুষটি তখন হারিয়ে যায় অন্য কোথাও অথবা চলে যায় না ফেরার দূর দেশে। উপহার কি শুধুই একটি বস্তুগত জিনিষ যা কেবল কিনে বা তৈরী করে অথবা সংগ্রহ করে একজন অন্যজনকে প্রদান করে? একবারও আমরা ভেবে দেখেছি কি যে উপহার কেবল বস্তুগত জিনিষ নয়, যখন একজোড়া তরুণ তরুণী প্রেমে পড়ে তখন কি তাঁরা দু'জন দু'জনের জন্য একে অপরের উপহার নয়?
আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের আলো-ছায়া অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন অনুভূতি থাকলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে । আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী আলিমুল হকের পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
লিলি/আলিম
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |