|
||||||||||||||||||||||||||||

আজকের অনুষ্ঠানে আমি দক্ষিণ কোরিয়ার একটি চলচ্চিত্রের সাথে শ্রোতাবন্ধুদের পরিচয় দিতে চাই। চলচ্চিত্রটির নাম 'দ্য গিফ্ট' 'the gift'।এটি একটি ট্রাজিকধর্মী বা বিয়েগান্তক ছবি। বলা হয়ে থাকে যে, বিয়োগান্তক ছবি নির্মাণে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালকগণ বেশ সুদক্ষ। 'দ্য গিফ্ট' শিরোনামের এই ছবিটির গল্পও হৃদয় ছুঁয়ে যায় আর এর মন মাতানো গানের সুরও দর্শককে আবিষ্ট করে রাখে। কেবল সুর সুন্দর বলেই তা উপভোগ্য বিষয়টা তা নয়। আসলে সুন্দর সুর আরও সুন্দর হয়ে ওঠে যখন দৃশ্যের আবেগ আর অর্থ অনুযায়ী সুচারু ভাবে সঙ্গীতগুলো যুক্ত করা হয়। ফলে দর্শক ছবিটির প্রধান চরিত্রদের মনের গভীরে পৌঁছে যেতে পারে সহজেই, সহজেই বুঝতে পারে তাদের মনের গহীনে লালিত আশা-আকাঙ্খা। আচ্ছা, এখন আমি এ চলচ্চিত্রের প্রধান বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। শুনুন তাহলে।
'দ্য গিফ্ট' শিরোনামে চলচ্চিত্রটিতে এক সাধারণ দম্পতি- ইয়োং সু আর চুং ইয়েনের গল্প বর্ণনা করা হয়েছে। ইয়োং সু একজন প্রাণবন্ত কমেডিয়ান কিন্তু পেশাগত দিক থেকে তিনি একজন অসফল কমেডিয়ান। আর তাঁর স্ত্রী চুং ইয়েন একটি দোকান পরিচালনা করেন যেখানে শিশুদের জামাকাপড় বিক্রি করা হয়। ছোটবেলায় চুং ইয়েন তাঁর মা-বাবাকে হারিয়ে অনাথ পরিচয় নিয়েই বড় হয়ে ওঠেন, আর তাঁর এই পরিচয়টি বিবাহিত জীবনেও তাড়িয়ে বেড়ায়। কেননা চুং ইয়েন অনাথ বলে তাঁর শ্বশুর শ্বাশুরিও তাঁকে বধু হিসেবে মেনে নিতে চায় নি।
কিন্তু মা-বাবার বিরোধিতা উপেক্ষা করে ইয়োং সু চুং ইয়েনকেই বিয়ে করেন। দু'জনের প্রতি দু'জনের গভীর প্রেমের কারনেই মূলত পরিবারের বিরোধীতা সত্ত্বেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বাস্তবতা যে বড়ই নির্মম, আর সে নির্মমতার আঘাতে প্রেমোময় ভালবাসা ক্রমেই ফিকে হয়ে যায়। রোগে আক্রান্ত হয়ে একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে এই প্রেমিক দম্পতির সম্পর্ক আর আগের মতো রইলো না বরং সামান্য ব্যপারেই তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |