Web bengali.cri.cn   
দ্য গিফ্ট
  2013-05-02 20:04:17  cri

তাঁর জীবনের সময় যদিও খুব অল্প তবুও তিনি স্বামীর জন্য কিছু একটা কাজ করে যাবার সিদ্ধান্ত নিলেন। এবার তিনি স্বামীকে কিছু না জানিয়ে একটি টিভি চ্যানেলের প্রযোজকের স্ত্রীর সাথে দেখা করলেন। এসময়ে তার পরিবারের সদস্যদের জন্য নানান উপহার দিলেন। যদিও এতে কোনো কাজ হলো না উল্টো অপমানকর কথা আর বিদ্রূপ সহ্য করতে হলো অনেক।

এদিকে তার রোগ দিন দিন আরও গুরুতর হয়ে ওঠে, এ সময়ে তিনি প্রায়ই অজ্ঞান পড়তেন। এমনকি একবার সেই টিভি চ্যানেলের স্টেশনের প্রযোজকের স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতেই মূর্ছা গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। প্রযোজকের স্ত্রী চুং ইয়েনের স্বামীকে তার রোগের অবস্থা জানাতে চাইলে চুং ইয়েন তাকে এই তথ্য গোপন রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। তিনি চান যে তাঁর স্বামী আনন্দ আর উত্সাহ নিয়েই কাজ করুক, যেন কখনোই তার জন্য দুশ্চিন্তা, উত্কণ্ঠায় থাকতে না হয়।

যদিও শেষপর্যন্ত স্বামী ইয়োং সু চুং ইয়েনের অসুখ কথা জেনে যায়।এরপর তিনিও দিন রাত কাজ করার দিকে মনোনিবেশ করলেন। এমনকি তিনি নাটক্লাবেও কমেডি পরিবেশন করলেন। আর উপার্জন করা টাকা দিয়ে স্ত্রীর জন্য অত্যন্ত ব্যয়বহুল সব ওষুধ কিনলেন।

এদিকে আকস্মিক ঘটনায় তিনি স্ত্রীর একটি ছবি আবিষ্কার করলেন। ছবিতে একটি ছেলেকে লাল রঙয়ের কলম দিয়ে চিহ্নিত করা রয়েছে। ইয়োং সু মনে করলেন যে, এই ছেলে হলো স্ত্রীর ছোটবেলায় পছন্দ করা ছেলে, অর্থাত্ স্ত্রীর প্রথম প্রেমিক। স্বামী সিদ্ধান্ত নিলেন যে, স্ত্রীর মারা যাওয়ার আগে স্ত্রীকে সর্বশেষ একটি উপহার দিতে চান আর তা হলো প্রথম প্রেমিকের সঙ্গে স্ত্রীর আবার দেখা করিয়ে দিতে পারা। মনে মনে এই আশা পোষণ করে তিনি সেই দু'জন প্রতারকের সাথে দেখা করে ছবির সেই ছেলেকে খুঁজে বের করার অনুরোধ জানালেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040