|
অন্যদিকে টিভি চ্যানেলের প্রযোজকের স্ত্রীর সাহায্যে ইয়োং সু টিভি অনুষ্ঠানে বিশেষ চরিত্রে নিজেকে প্রদর্শনের সুযোগ পেলেন। যদিও তিনি জানতেন না যে, স্ত্রীর অনেক চেষ্টার কারনে স্বামীর প্রতি গভীর ভালবাসায় মুগ্ধ হয়ে প্রযোজকের স্ত্রী এই সুযোগ করে দেয়।
ইয়োং সু'র মনেও স্ত্রীর প্রতি গভীর প্রেম যেন আবার ফিরে পায়, সে তার স্ত্রীকে শেষ মুহুর্তে একটু উষ্ণতা আদর আর সান্নিধ্য দেয়ার জন্য হাঁটু গেড়ে নিজের মা-বাবার প্রতি অনুরোধ জানালেন।
আবার যেন চুং ইয়েনের জীবনের শেষদিনগুলি প্রেমোময় হয়ে ওঠে। শ্বশুর-শ্বাশুড়ীর সঙ্গে সম্পর্কও আগের থেকে অনেক শান্তিপূর্ণ হয়ে ওঠে। আর কমেডি পরিবেশনার পেশায়ও স্বামীর ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠতে থাকে।
অন্যদিকে প্রতারকদ্বয় সবখানে ছোটবেলার সেই ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে অবশেষে জানতে পারলেন যে, চুং ইয়েনের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তিনি শুধুমাত্র একই ছেলেকেই পছন্দ করেন আর সেই ছেলে হলো স্বামী ইয়োং সু।
চুং ইয়েনে তার জীবনের অন্তীম মুহূর্তে একদিন টিভি স্টেশনের মঞ্চে স্বামীর অভিনীত একটি চমত্কার মাইম পরিবেশনা উপভোগ করেন। এ সময়ে তিনি লক্ষ্য করেন যে, আশেপাশের দর্শকরা তার স্বামীকে নিয়ে আনন্দোচ্ছ্বাসে হাসছে, হাত তালি দিচ্ছে, আর প্রশংসা করছে। দর্শকদের মধ্যে বসে থেকে স্ত্রীও তীব্র যন্ত্রণা সহ্য করে স্বামীর সাফল্যে তার চোখ বেয়ে আনন্দধারা গড়িয়ে পড়তে থাকে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |