|
প্রেমিক দম্পতির এরকম বিবর্ণ হয়ে যাওয়া সম্পর্কের সময়ে একদিন দু'জন প্রতারক চালবাজ ইয়োং সু এবং চুং ইয়েনের নির্লিপ্ত জীবনে তুমুল ঝড় বয়ে দেয়। প্রতারকদ্বয় নিজেদেরকে কমিডি মহলের খ্যাতমান অভিনেতা হিসেবে পরিচয় দেয়। মূলত যারা টিভি মিডিয়ায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই দুই প্রতারকের কাজ। ইয়োং সু যদিও বুঝতে পারে তারা প্রতারক তবু সে তাদের সান্নিধ্য ত্যাগ করে না। একদিন প্রতারকদ্বয় ইয়োং সুর স্ত্রী চুং ইয়েনের দোকানে গিয়ে তাকে নানা রকম প্রলোভন দেখানোর চেষ্টা করে। তবে চুং ইয়েন তাদের অতিরঞ্জিত কদাকার কথা একদম বিশ্বাস করলেন না। একপর্যায়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এ রকম এ পর্যায়ে চুং ইয়েন হঠাত্ অচেতন হয়ে মাটিতে পড়ে যান। প্রতারকদ্বয় খারাপ হলেও এ অবস্থায় তারা তাড়াহুড়া করে চুং ইয়েনকে হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাসপাতালে গিয়ে প্রতারকদ্বয় জানলো যে, চুং ইয়েন খুব ভয়াবহ এক রোগের আক্রান্ত এবং শিগগিরী মারা যাবে।
নিজের রোগের অবস্থা চুং ইয়েন অনেক আগে থেকেই জানতেন, কিন্তু তিনি রোগের কথা কখনও স্বামীকে বলেননি। কেননা তিনি জানেন, আসলে মনেপ্রাণে তিনি স্বামীকেই গভীরভাবে ভালোবাসেন। স্বামীর প্রতি গভীর ভালবাসা থেকে সৃষ্ট উদ্বেগ ও আশঙ্কার কারণেই তিনি মাঝেমাঝে স্বামীর সঙ্গে ঝগড়া করতেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |