|
এভাবেই চলছে কিছু কাল, কিন্তু সম্পর্কের ফাটল যেন দিনে দিনে বেড়েই চলছে। কখনো এমনও হয়েছে যে সামান্য অজুহাতেই তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। আর ঝগড়ার উন্মত্ত অবস্থায় বিবাহবিচ্ছেদ করার কথা বলতেও দ্বিধা করলো না।
একজন কমেডিয়ান হিসেবে ইয়োং সু'র অসাধরণ সহজাত প্রতিভা রয়েছে। কিন্তু প্রতিভা প্রকাশের জন্যও তো চাই যথাযথ পরিবেশ আর সুযোগ। পারিবারিক জীবনে দৈন্য থাকলেও ইয়োং সু নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু অর্থ রোজগারের জন্য নাইটক্লাবসহ অন্যান্য জায়গায় পার্ট-টাইম চাকরি করতে রাজী হলেন না। প্রতিদিন তিনি টিভি স্টেশনের কমেডি অনুষ্ঠানে একটি ছোট চরিত্রে অভিনয় করতেন। ছোট চরিত্রে অভিনয়ের কারণে তাঁকে প্রযোজক এবং অন্য প্রধান অভিনেত্রী তাকে হালকা চোখে দেখতো, শুধু তাই নয় নানা অপমানও সহ্য করতে হয়। এভাবে ঘরে অশান্তি আর পেশায় অসুখী অবস্থার মধ্যদিয়েই কেটে যায় তার দিন। এই রকম মনের অবস্থায় কখনো কখনো এমনও হয়েছে যে, কাজ শেষে বাসায় ফিরে যাওয়ার ইচ্ছে হতো না তাঁর। স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়ানোর জন্য তীব্র শীতের রাতেও বাসার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন যে কখন বাসার সব আলো বন্ধ হবে, আর তখন বাসায় ঢুকবে।
এদিকে স্ত্রী চুং ইয়েনের পরিচালিত শিশুদের জামা-কাপড়ের দোকানটিও ভাল চলছে না। মাঝে মাঝেই প্রায় সারা দিনে একজন ক্রেতারও দেখা পাওয়া যায় না। তার তখন তিনি মাঝে মাঝে কৈশোর থেকে যুবককাল পর্যন্ত সংগৃহীত সব ছবি দেখেন। অতীতের সুন্দর দিনগুলির কাছে ফিরে যাওয়ার মধ্যে ভীষণ আনন্দের একটি ব্যাপার মনে হতো তার কাছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |