সেপ্টেম্বর ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, জাতীয় ঐক্য ও অগ্রগতির কাজ আরও উন্নত করতে হবে। তিনি আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত সংশ্লিষ্ট এক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, নতুন যুগে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র জাতিগঠনের কাজ আরও উন্নত করতে হবে; চীনা জাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের কাজে গতি সঞ্চার করতে হবে; সার্বিকভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে; এবং চীনা জাতির পুনরুজ্জীবনের দায়িত্ব পালন করে যেতে হবে।
সি বলেন, সিপিসি বরাবরই জাতির উন্নয়নসংশ্লিষ্ট কাজের ওপর গুরুত্বারোপ করে আসছে। বিগত এক শতকে চীনের বিভিন্ন সংখ্যালঘু জাতি ও জাতিগত অঞ্চলগুলোর ঐতিহাসিক ও ইতিবাচক পরিবর্তন ঘটেছে।
তিনি বলেন, চীন ৫ সহস্রাধিক বছরের প্রাচীন সভ্যতার ইতিহাসসমৃদ্ধ। দেশের বিভিন্ন জাতি যৌথভাবে একটি বহুজাতিক ঐক্যের দেশ গড়ে তুলেছে, চমত্কার চীনা সংস্কৃতি সৃষ্টি করেছে, এবং মহান জাতীয় চেতনার ধারক ও বাহক হয়েছে। বিভিন্ন জাতি একই রক্তের ভাগীদার; তাদের বিশ্বাস, সংস্কৃতি, ও অর্থনীতি পরস্পর নির্ভরশীল।
সি চিন পিং বলেন, দেশ, ইতিহাস, জাতিসত্তা, সংস্কৃতি, ও ধর্মের প্রতি দৃঢ়ভাবে একটি সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে; সকল জাতিগোষ্ঠীর লোকদের যথাযথভাবে গাইড করতে হবে। কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের ইতিহাস ও সংস্কৃতির শিক্ষা জোরদার করতে, জাতীয় সাধারণ কথ্য ও লিখিত ভাষাকে ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং চীনা জাতির একটি অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য শক্তিশালী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সহায়তা প্রদান করতে হবে। চীনা শৈলীর আধুনিকায়ন ও অভিন্ন উন্নয়নের প্রক্রিয়ায়, কোনো জাতিকে পিছনে পড়ে থাকতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী জাতিগত ইস্যু মোকাবিলা করতে হবে। অব্যাহতভাবে জাতিগত ইস্যুগুলো সমাধানের সামর্থ্য ও মানদন্ডও উন্নত করতে হবে।
সম্মেলনে প্রশংসিত মডেল ব্যক্তিবর্গ ও মডেল গোষ্ঠীগুলোর প্রতিনিধিরাও ভাষণ দেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)