৬২ হাজার মাস্টার কারিগর গড়ার লক্ষ্য চীনের
2024-10-22 18:44:05

অক্টোবর ২২, সিএমজি বাংলা ডেস্ক: ২০৩৫ সালের মধ্যে শিল্পখাতে কর্মশক্তির বিকাশে প্রায় জাতীয়-স্তরের ২ হাজার, ১০ হাজার প্রাদেশিক স্তরের এবং শহর-স্তরের ৫০ হাজার মাস্টার কারিগর তৈরির লক্ষ্য নিয়েছে চীন। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় কাউন্সিলের জারি করা নির্দেশিকায় এমনটা জানানো হয়েছে।

 

নতুন শিল্পায়নের সঙ্গে খাপ খাইয়ে নিতে আধুনিক বৃত্তিমূলক শিক্ষার প্রসারও বাড়াবে চীন। প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে প্রতিভা বিকাশের প্রচেষ্টাও থাকবে অব্যাহত এবং শিল্পসংশ্লিষ্ট কর্মীদের জন্য আজীবন বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থাকে পরিমার্জিত করা হবে।

 

এ ছাড়া, কারিগর ও আদর্শ শ্রমিক গড়ে তুলতে প্রশিক্ষণ কোর্স প্রতিষ্ঠার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করার ব্যাপারেও বলা হয়েছে নির্দেশিকায়।

 

সেইসঙ্গে নীতি সহায়তা ও কর্মসংস্থান-সম্পর্কিত পরিষেবাগুলোর মাধ্যমে কলেজ ও কোম্পানিগুলোর জন্য ম্যাচমেকিং প্ল্যাটফর্মও প্রতিষ্ঠা করা হবে। এতে করে তরুণরা শিল্প-কারখানায় কাজ করার ব্যাপারে আকৃষ্ট হবে বলে জানানো হয়। অভিবাসী কর্মীদের দক্ষতা প্রশিক্ষণকেও শক্তিশালী করবে চীন।

 

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া