নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং বৃহস্পতিবার আর্থিক খাতকে আরও উন্মুক্ত করার জন্য চীনের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। বেইজিংয়ে সিটিগ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জেন ফ্রেজারের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন হ্য লিফেং।
বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির(সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন চীন তার আর্থিক ব্যবস্থার সংস্কারকে গভীরতর করছে এবং আর্থিক খাতের দ্বিমুখী উন্মুক্তকরণ ক্রমাগত প্রসারিত করছে।
তিনি বলেন, বিনিয়োগ ও ব্যবসা করতে এবং সুযোগ ভাগাভাগি করতে এবং দেশের আর্থিক বাজারের উন্নয়নে অংশ নিতে চীন সিটি গ্রুপসহ আরও বিদেশী আর্থিক প্রতিষ্ঠান এবং দীর্ঘমেয়াদী পুঁজিকে স্বাগত জানায়।
ফ্রেজার বলেন, সিটিগ্রুপ চীনের অর্থনীতি এবং আর্থিক বাজারের সম্ভাবনা সম্পর্কে আশাবাদী এবং চীনের বাজারকে আরও অন্বেষণ করতে ইচ্ছুক। এর মাধ্যমে মার্কিন-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে এবং বিশ্ব অর্থনীতির সুস্থ বিকাশ বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখতেও ইচ্ছুক সিটিগ্রিুপ।
শান্তা/ফয়সল