নৌ চলাচলের স্বাধীনতার অজুহাতে সার্বভৌমত্ব ও নিরাপত্তার হুমকির দৃঢ় বিরোধিতা করে চীন
2024-10-22 17:06:12

অক্টোবর ২২, সিএমজি বাংলা ডেস্ক: নৌ চলাচলের স্বাধীনতার অজুহাতে যেকোনো দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি এবং উস্কানির দৃঢ় বিরোধিতা করে চীন। এ মন্তব্য করেন।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান তাইওয়ান প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার জাহাজ এবং কানাডার একটি ফ্রিগেট জাহাজে যাত্রা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

চাইনিজ পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বিষয়টির প্রতিক্রিয়া জানিয়েছে উল্লেখ করে লিন বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, বিষয়টি তাইওয়ান প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতার বিষয় নয়, বরং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন