লেবাননে জরুরি চিকিৎসা সহায়তা দিল চীন
2024-10-22 18:42:29

অক্টোবর ২২, সিএমজি বাংলা ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত লেবাননকে জরুরি মানবিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে চীন। সোমবার চীনের রাষ্ট্রদূত ছিয়ান মিনচিয়ান লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের কাছে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। লেবাননের রাজধানী বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত।

চীনের রাষ্ট্রদূত বলেন, “চীন লেবাননের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় দৃঢ় সমর্থন জানায় এবং হামলার বিরোধিতা করে। তিনি এই জরুরি মেডিকেল সহায়তা লেবাননের স্বাস্থ্যসেবা ব্যবস্থার কিছুটা চাপ কমাবে বলে প্রত্যাশা করেন তিনি”।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী লেবাননের এই দুঃসময়ে চীনের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবানন সরকারের অনুরোধে চীন সরকার এই সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবারের চালানটিতে ছিল ৩ হাজার ৬০১টি বাক্স ভর্তি অ্যানেস্থেশিয়া মেশিন, ইউরিন ব্যাগ এবং সার্জিক্যাল গাউনসহ চিকিৎসা সামগ্রী ।

সম্প্রতি লেবাননে যুদ্ধসংক্রান্ত উত্তেজনা চরমে উঠেছে। ২৩ সেপ্টেম্বর থেকে, ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সাথে তীব্র উত্তেজনার মধ্যে লেবাননে বিমান হামলা চালাচ্ছে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া