বন্ধুরা, আপনারা অনুমান করতে পারেন? এক শো মানুষ, এক বছরে কত কাজ করতে পারেন? চীনে একটি দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা আছে, তাতে এক বছরে, শুধু এক শো মানুষ, এক মিলিয়ন টন দুধ উৎপাদন করতে পারেন, যার আর্থিক মূল্য ১০ বিলিয়ন ইউয়ান। এ কারখানাটি হচ্ছে দুধ উৎপাদন খাতে বিশ্বের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সুপার স্মার্ট ফ্যাক্টরি- মং নিউ, নিং শিয়া কারখানা। আমরা আজ একসাথে দেখবো এর কার্যক্রম!