চীনের বৈদেশিক বিনিময় বাজার শক্তিশালী হয়েছে
2024-10-22 18:41:00

অক্টোবর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৈদেশিক মুদ্রার বাজার এই বছরের শুরু থেকে শক্তিশালী স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। মঙ্গলবার চীনের বৈদেশিক বিনিময়ের জাতীয় প্রশাসন জানিয়েছে এ তথ্য।

 

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বৈদেশিক বিনিময় বিভাগের উপ প্রধান লি হংইয়ান বলেন, চলতি বছর এ পর্যন্ত দেশটির বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল দেখা গেছে।

 

চীনা ইউয়ান বিনিময় হারও স্থিতিশীল রয়েছে এবং বৈদেশিক মুদ্রা বাজারের লেনদেন সুশৃঙ্খল আছে বলেও জানান তিনি। ভবিষ্যতেও চীনের বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করেন লি।

 

লি জানান, ২০২৪ সালের প্রথম ৯ মাসে চীনের মোট অর্থগ্রহণের পরিমাণ ছিল ৫ দশমিক ২৫৯৪ ট্রিলিয়ন ডলার। এ সময়ে প্রদান করা হয়েছে ৫ দশমিক ২৫৬৬ ট্রিলিয়ন ডলার। উদ্বৃত্ত ছিল ২৮০ কোটি ডলার।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি