সেপ্টেম্বর ২৬: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (বুধবার) পুনরায় লেবানন-ইসরায়েল পরিস্থিতি নিয়ে জরুরি সভার আয়োজন করে। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস, নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোকে একসাথে, দু’দেশের ‘ব্লু লাইন’ অঞ্চলে সহিংসতা বন্ধ করতে কাজ করার আহ্বান জানান।
মহাসচিব বলেন, লেবাননের বিপুলসংখ্যক সাধারণ লোক মারা গেছে ও বাস্তুচ্যুত হয়েছে এবং ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু ও আবাসিক এলাকাগুলো বারবার হিজবুল্লাহর আক্রমণের শিকার হচ্ছে। পরিস্থিতি খুবই নাজুক এবং একটি বিপর্যয়কর আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে।
সভায় আরব লীগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাতের মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। মিসর আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব পালন করে এ ধরণের ধ্বংসাত্মক আচরণ বন্ধে হস্তক্ষেপ করার অনুরোধ জানায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)