চীন-মার্কিন যুব সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদাম ফেং লি ইউয়ান
2024-09-25 11:09:52

সেপ্টেম্বর ২৫: গতকাল (মঙ্গলবার) বিকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর স্ত্রী, চীনের ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান বেইজিং নম্বর ৮ মাধ্যমিক স্কুলে ‘চীন-মার্কিন বন্ধুত্ব, যৌবনযাত্রা’ নামে চীন ও মার্কিন যুবকদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মাদাম ফেং লি ইউয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের যুব প্রতিনিধি দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বিনিময় করেছেন। ফেং লি ইউয়ান চীন সম্পর্কে জানতে এবং প্রকৃত চীনের অভিজ্ঞতা নিতে চীনে আসার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি আশা করেন যে, চীন ও মার্কিন তরুণরা পরস্পরকে জানবে, পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে এবং চীন-মার্কিন সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি যোগাবে।

মাদাম ফেং লি ইউয়ান মার্কিন যুব প্রতিনিধিদলের চীন সফরের ভিডিও দেখেছেন। মার্কিন ছাত্র প্রতিনিধিরা উত্সাহের সাথে তাদের অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং চীনের অনেক প্রদেশ ও শহর পরিদর্শন করা, বিভিন্ন জাতিগোষ্ঠীর রীতিনীতি বোঝা এবং চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করে অভিভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের লিঙ্কন মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল আমেন ২০১৫ সালে স্কুল পরিদর্শন করার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং অধ্যাপক ফেং লি ইউয়ানকে অভ্যর্থনা জানানোর দৃশ্যটি আনন্দের সাথে স্মরণ করেছিলেন। জবাবে ফেং লি ইউয়ান বলেন যে, এবারের সফরটি খুব রঙিন এবং ছাত্ররা চীনা কিশোরদের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিল। তিনি বিশ্বাস করেন যে, এটি সবার হৃদয়ে একটি ভাল ছাপ ফেলবে। চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত যুব-তরুণদের মধ্যে নিহিত। তিনি আশা করেন, চীনে ফিরে আসার পর প্রত্যেকেই তাদের পরিবার, বন্ধুবান্ধব ও সহপাঠীদের সাথে চীন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং চীনা জনগণের বন্ধুত্বের কথা জানাবে।  যাতে চীন ও মার্কিন জনগণের মধ্যে বন্ধুত্ব ফুটে ওঠে।

 (শুয়েই/তৌহিদ/জিনিয়া)