সিপিসি’র প্রতিনিধিদলের কুয়েত সফর
2024-09-24 19:17:14


সেপ্টেম্বর ২৪: গত ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, চীনের বৈদেশিক যোগাযোগ বিভাগের উপ-মহাপরিচালক লি মিং সিয়াংয়ের নেতৃত্বে, চীনা কমিউনিটি পার্টি (সিপিসি)-র একটি প্রতিনিধিদল কুয়েত সফর করে।

দলের সদস্যরা কুয়েতের সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে দেখা করেন এবং তাদের সামনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা তুলে ধরেন। এ সময় দু’পক্ষ, চীন ও কুয়েতের শীর্ষনেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, ধারণা বিনিময় ও বাস্তব সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)