সেপ্টেম্বর ২৪: নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল (সোমবার), চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতিসংঘের এক শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেন এবং ‘অভিন্ন স্বার্থে হাতে হাত রেখে যৌথভাবে সুন্দর ভবিষ্যত উন্মোচন করা’ শীর্ষক ভাষণ দেন।
নিজের ভাষণে ওয়াং ই বলেন, শান্ত ও স্থিতিশীল, উন্নয়ন ও সমৃদ্ধির, ন্যায্য ও সুসংহত, এবং আরও সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, আজকের চীন দৃঢ়ভাবে চীনা শৈলীর আধুনিকায়নের মাধ্যমে, একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠছে ও জাতির পুনর্গঠনকাজকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি বৈশ্বিক শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ বয়ে আনবে বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)