ওয়াং ই’র সঙ্গে দক্ষিণ কোরিয়া-চীন পার্লামেন্টারিয়ান অ্যালায়েন্সের চেয়ারম্যানের বৈঠক
2024-09-19 14:16:41

সেপ্টেম্বর ১৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বেইজিংয়ে দক্ষিণ কোরিয়া-চীন পার্লামেন্টারিয়ান অ্যালায়েন্সের চেয়ারম্যান কিম তাই-নিয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন, দক্ষিণ কোরিয়ার প্রতি তার নীতিতে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রেখেছে। চীন আশা করে, দক্ষিণ কোরিয়ার চীনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে, দু’দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যকে মেনে চলবে, ভালো-প্রতিবেশীসুলভ বন্ধুত্ব মেনে চলবে, রাজনৈতিক আস্থা সুসংহত করবে এবং চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্কের টেকসই, স্থিতিশীল এবং স্বাস্থ্যকর উন্নয়নের প্রচার করবে। চীন দুই দেশের মধ্যে কর্মীদের আদান-প্রদানকে আরও সহজতর করার জন্য পদক্ষেপগুলো বিশ্লেষণ করতে ইচ্ছুক। কোরিয়ান সর্বস্তরের জনগণকে চীন ভ্রমণে আসতে স্বাগত জানায় বেইজিং।

কিম তাই-নিওন এবং বিভিন্ন দলের অন্যান্য সংসদ সদস্যরা বলেন, কোরিয়া-চীন পার্লামেন্টারিয়ান অ্যালায়েন্স কৌশলগত যোগাযোগ জোরদার করতে, কর্মীদের আদান-প্রদান বাড়াতে, সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি করতে এবং যৌথভাবে উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে চীনের সাথে হাত মিলিয়ে কাজ করতে ইচ্ছুক।

(রুবি/হাশিম/সুবর্ণা)