চীন দৃঢ়ভাবে চীনা কোম্পানি ও শিল্পের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে
2024-09-18 18:54:57

সেপ্টেম্বর ১৮: চীনের বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র ভর্তুকি-বিরোধী তদন্ত নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এই তদন্তটি সংরক্ষণবাদী এবং রাজনৈতিকভাবে চালিত কাজ, যা বস্তুনিষ্ঠ তথ্য উপেক্ষা করে, ডাব্লুটিওর নিয়ম উপেক্ষা করে, ইতিহাসের ধারার বিরুদ্ধে যায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ’র সবুজ রূপান্তর প্রক্রিয়া এবং বিশ্বব্যাপী প্রচেষ্টা দুর্বল করে। চীন সর্বদা সর্বোচ্চ আন্তরিকতা বজায় রেখেছে, সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং নমনীয় সমাধানের জন্য পরামর্শ দিয়েছে।

যদিও ইইউ আলোচনার মাধ্যমে মতভেদ নিরসনে ইচ্ছুক বলে দাবি করে; তবে, তারা চীনের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং কখনোই কোনো সুনির্দিষ্ট পরামর্শ দেয় না। আশা করা যায় যে, ইইউ আন্তরিকতা দেখাবে ও পদক্ষেপ নেবে এবং চীনের যৌক্তিক উদ্বেগ ও পরামর্শগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। চীন দৃঢ়ভাবে চীনা কোম্পানি ও শিল্পের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)