২০৩৫ সালের মধ্যে আধুনিক স্মার্ট বন্দর তৈরি করবে চীন
2024-09-18 18:32:00

সেপ্টেম্বর ১৮: সম্প্রতি রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনসহ নয়টি বিভাগ স্মার্ট পোর্ট নির্মাণের নির্দেশনা জারি করেছে। যাতে বুদ্ধিমান বন্দর সুবিধা ও সরঞ্জাম, ডিজিটাল অপারেশন ও ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক আঞ্চলিক সহযোগিতার প্রধান বৈশিষ্ট্য-সহ একটি বিশ্বমানের আধুনিক বন্দর তৈরি করতে উন্নত সুবিধা ও সরঞ্জাম এবং একটি নতুন প্রজন্মের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে।  চীন মূলত ২০৩৫ সালের মধ্যে আধুনিক বন্দর তৈরি করবে এবং বিশ্বব্যাপী স্মার্ট পোর্ট উন্নয়নে নেতৃত্ব দেবে। 

 (জিনিয়া/তৌহিদ/ফেই)