সেপ্টেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। একানকার লোকজ নৃত্য, পোশাক, খাদ্য ও প্রাকৃতিক সৌন্দর্য যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণ করছে। নাগারি প্রিফেকচারের চান্দা কাউন্টিতে রয়েছে সুপ্রাচীন গুগি রাজ্যের ধ্বংসাবশেষ। গুগি সংস্কৃতি জাতীয় অবৈষয়িক সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় রয়েছে ২০০৮ সাল থেকে। এখানকার নাচ গান, ভাষা, পোশাক সবকিছুই গুগি সংস্কৃতির অন্তর্গত।
এগুলোর পরিবেশনা দেখতে সম্প্রতি এখানে এসেছেন অনেক পর্যটক।
শান্তা/ফয়সল