নতুন বেইদৌ ন্যাভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
2024-09-19 18:18:53

সেপ্টেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক:   নতুন বেইদৌ ন্যাভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন বুধবার সকাল স্থানীয় সময় ১০টা ৪৯ মিনিটে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই স্যাটেলাইট উত্তক্ষেপণ করা হয়।  

লং মার্চ-৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি কক্ষপথে প্রবেশ করার পরে এবং ইন-অরবিট পরীক্ষাগুলো সম্পন্ন করার পর বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে যুক্ত হবে।

পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার জন্য ডিজাইন করা স্যাটেলাইটটি বেইদৌ পরিবারের ৫৬তম এবং দেশের বেইদৌ-৩ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের প্রথম ব্যাকআপ উপগ্রহ।

এই মিশনটি লং মার্চ ক্যারিয়ার রকেটের ৪৭৩ তম ফ্লাইট।

নাহার/শান্তা