চীন-ইউরোপ মালবাহী ট্রেনের ট্রিপ জানুয়ারি-আগস্টে ১২ শতাংশ বেড়েছে
2024-09-19 18:20:48

সেপ্টেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: এ বছরের প্রথম আট মাসে চায়না-ইউরোপ মালবাহী ট্রেনের আন্তঃসীমান্ত ট্রিপ বেড়েছে ১২ শতাংশ। বুধবার চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোং লিমিটেড বা চায়না রেলওয়ে জানাল এ খবর।

তথ্যে দেখায়, এই বছরের জানুয়ারি-আগস্ট সময়ের মধ্যে চীন-ইউরোপ মালবাহী ট্রেন ভ্রমণের মোট সংখ্যা ছিল ১৩ হাজার ৫৬, যা কার্যকরভাবে আন্তর্জাতিক সরবরাহ চেইন এবং শিল্প-কারখানার মসৃণ প্রবাহ নিশ্চিত করেছে।

এ ছাড়াও, আট মাসে চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিচালনার মাধ্যমে প্রায় ১৪ লক্ষটি ২০ ফুট সমতুল্য ইউনিট বা টিইইউএস পণ্য পাঠানো হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

শুধু আগস্টে ১৬৫৩টি চীন-ইউরোপ মালবাহী ট্রেন ট্রিপ ছিল, যা ১ লাখ ৭৩ হাজার টিইইউএস পণ্য বহন করে। এই বছর এ পর্যন্ত টানা ষষ্ঠ মাসে মাসিক ট্রেন ট্রিপের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে।

একাধিক সক্রিয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে চীন-ইউরোপ মালবাহী রেলপথ কার্যক্রমের পরিমাণ এবং গুণমান উন্নীত হয়েছে। সেই সঙ্গে চীন-ইউরোপ বাণিজ্যের উন্নয়নে এসেছে নতুন গতি। পাশাপাশি চীনের বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির প্রবণতাও হয়েছে আরও সুসংহত।

চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা শুরু হয় ২০১১ সালে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পর থেকে তা আরও দ্রুত বাড়ছে। এ পর্যন্ত ইউরোপের ২৫টি দেশের ২২২টি শহরে এই ট্রেন পরিষেবা পৌঁছেছে।

ফয়সল/শান্তা