ইসরাইলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন করাতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন
2024-09-17 17:43:13


সেপ্টেম্বর ১৭: জাতিসংঘে নিযু্ক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং সুয়াং গতকাল (সোমবার) ফিলিস্তিন-ইসরাইল সমস্যা বিষয়ক সভায় বলেন, ইসরাইলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন করানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাস্তব কাজ করার তাগিদ দেয় চীন।


তিনি বলন, যুক্তরাষ্ট্রের উচিত দায়িত্বশীল আচরণ করা, সংশ্লিষ্টদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাব কাজে লাগানো এবং ইসরাইলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন করাতে বাস্তব ভূমিকা রাখা। তিনি জানান, সামরিক অভিযান দ্রুত বন্ধ করা উচিত। যাতে দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি জনগণকে রক্ষা করা যায়। 


চীনা প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক সমাজ বারবার যুদ্ধবিরতি বাস্তবায়নের শক্তিশালী আহ্বান জানায়। তার পরও, ইসরাইলের সামরিক অভিযান কখনোই বন্ধ হয় নি। এতে ৪১ হাজারও বেশি ফিলিস্তিনি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন, মানবিক দুর্যোগ হ্রাস করা ও আঞ্চলিক শান্তি বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদের ব্যবস্থা গ্রহণের প্রতি সমর্থন দেয় চীন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)