সেপ্টেম্বর ৮: চীনের বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় স্বাস্থ্য বিভাগ, জাতীয় ওষুধ প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে চিকিত্সা ক্ষেত্রে পাইলট কাজ সম্প্রসারণ করা হবে।
বায়োটেকনোলজি ক্ষেত্রে, বেইজিং, শাংহাই, কুয়াংতোং তিনটি অবাধবাণিজ্য এলাকা ও হাইনান অবাধবাণিজ্য বন্দর বিদেশি-বিনিয়োগ করা উদ্যোগগুলোকে মানব স্টেমসেল, জিন নির্ণয় ও চিকিত্সা প্রযুক্তি উন্নয়ন ও প্রয়োগে নিযুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে।
একমাত্র মালিকানা হাসপাতাল ক্ষেত্রে, বেইজিং, থিয়ানচিন, শাংহাই, নানচিং, সুচৌ, ফুচৌ, কুয়াংচৌ, শেনচেন ও হাইনান দ্বীপে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন হাসপাতাল স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)