সেপ্টেম্বর ৭: জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ (শনিবার) হাইনান এবং কুয়াংতোংয়ে টাইফুন বিপর্যয়ের পর জরুরি পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে ২০০ মিলিয়ন ইউয়ান জরুরিভাবে বরাদ্দ করেছে। এ অর্থ ক্ষতিগ্রস্থ অঞ্চলের বিধ্বস্ত রাস্তা, সেতু, জলসেচ এবং স্কুল ও হাসপাতালসহ অবকাঠামো ও গণসেবার স্থাপনা পুনঃনির্মাণে ব্যবহার করা যাবে, ফলে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক উত্পাদন এবং জীবনযাত্রার পুনরুদ্ধার করা যাবে।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ (শনিবার) এ তথ্য জানায়।
(লিলি/হাশিম/স্বর্ণা)