শীর্ষসম্মেলন চীন ও আফ্রিকা আধুনিকায়ন শক্তিশালী করার দৃঢ়প্রতিজ্ঞার প্রতিফলন: সি চিন পিং
2024-09-06 11:18:24

সেপ্টেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) সকালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন, গোটা আফ্রিকায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সম্পর্কের পর্যায় উন্নীত করার মাধ্যমে চীন-আফ্রিকা সম্পর্কের অবস্থান নতুন যুগে সার্বক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজে উন্নীত করবে এবং চীন-আফ্রিকা যৌথভাবে আধুনিকায়নের দশটি অংশীদার কার্যক্রম বেগবান করবে। এদিন সকালে নামিবিয়ার প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বার সঙ্গে বৈঠককালে সি বলেন, এবারের শীর্ষসম্মেলনটি চীন ও আফ্রিকার যৌথভাবে আধুনিকায়ন শক্তিশালী করার দৃঢ়প্রতিজ্ঞার প্রতিফলন।

 

জনাব সি চিন পিং বলেন, চীন নামিবিয়াসহ আফ্রিকান দেশের সঙ্গে সার্বিকভাবে শীর্ষসম্মেলনের বিভিন্ন ফলাফল কার্যকর করে, অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বেগবান করে এবং উচ্চমানের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)