বেইজিংয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সি’র বৈঠক
2024-09-05 18:20:55

সেপ্টেম্বর ৫: আজ (বৃহস্পতিবার) দুপুরে বেইজিংয়ের গণমহাভবনে, জাতিসংঘের মহাসবিচ আন্তোনিও গুতেরহিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন,  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে অংশ নিতে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি চীন সফরে আসেন।

মহাসচিবের সঙ্গে বৈঠকে সি বলেন, “এইমাত্র আমরা একসাথে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছি। চীন-আফ্রিকা সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় চীন। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের পরে, আমার প্রথম বিদেশ সফর ছিল আফ্রিকায়। তাঞ্জানিয়ায় আফ্রিকার প্রতি সত্যবাদিতা, বন্ধুত্ব ও আন্তরিকতার নীতির ধারণা উত্থাপন করেছি আমি এবং তখন থেকে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সব শীর্ষসম্মেলনে অংশগ্রহণও করেছি। আফ্রিকাকে চীন নিজের স্বার্থে সহযোগিতা করছে না। অর্ধ শতাব্দী আগে, যখন চীনের নিজের অর্থনৈতিক অবস্থা বেশ দুর্বল ছিল, তখনও আফ্রিকান ভাইদের প্রত্যাশা মেটাতে তাঞ্জানিয়া ও জাম্বিয়ায় রেলপথ নির্মাণে সহায়তা দেয় চীন। এবারের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, আফ্রিকায় বাস্তব সহযোগিতার নতুন কার্যক্রম ও নতুন ব্যবস্থা ঘোষণা  করেছি আমি। গতকাল আমি চীন-আফ্রিকা বন্ধুত্বের অধিকারে, তাঞ্জানিয়া ও জাম্বিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে, তাঞ্জানিয়া-জাম্বিয়া রেলপথবিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এর উদ্দেশ্য ছিল, চীন ও আফ্রিকার মৈত্রীকে সম্মান দেখানো। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার প্রস্তাব করেছি আমি। এ প্রস্তাব, পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে, আফ্রিকাসহ বিভিন্ন দেশের জনগণের যৌথ আশা-আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। সবসময় আফ্রিকাকে গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের ভূয়সী প্রশংসাও করে চীন। জাতিসংঘের সাথে সহযোগিতা জোরদার করে, যৌথভাবে আফ্রিকার শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যেতেও চীন আগ্রহী।”

এ সময় গুতেরহিস বলেন, “এবারের চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে অংশ নিতে আমাকে আমন্ত্রণ জানানোয় চীনকে ধন্যবাদ জানাই।”  মানবজাতির শান্তি ও অগ্রগতির জন্য চীন ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)