চীনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা মার্সিডিজ বেঞ্জের
2024-09-05 18:22:48


সেপ্টেম্বর ৫: জার্মানির মার্সিডিজ বেঞ্জ কোম্পানি, গতকাল (বুধবার) এক ঘোষণায়, চীনে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে।

কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চীনে আরও ১৪০০ কোটি ইউয়ান বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী গাড়ি এবং হালকা আকারের ব্যবসায়িক গাড়ি শিল্পে যথাক্রমে ১০০০ কোটি ইউয়ান ও ৪০০ কোটি ইউয়ান বিনিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে বেইজিং, ফুচৌ, এবং নিকটবর্তী অঞ্চলে উচ্চ গুণগত মানের নির্মাণশিল্প, নতুন জ্বালানিচালিত গাড়ি শিল্প, বুদ্ধিমান যানবাহন শিল্প, এবং সংশ্লিষ্ট শিল্প চেইনের উন্নয়নে অংশ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনে বিনিয়োগ মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ। চীন বিশ্বের বৃহত্তম গাড়িবাজার। এখানে রয়েছে সম্পূর্ণ শিল্পচেইন ও প্রতিভা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)