নামিবিয়ায় চীনা কোম্পানির নির্মিত মহাসড়কের উদ্বোধন
2024-09-04 18:06:31

সেপ্টেম্বর ৪: নামিবিয়ায় চীনা কোম্পানি কর্তৃক নির্মিত ৮৮ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়কের উদ্বোধন হয়েছে গতকাল (মঙ্গলবার)। দেশটির রাজধানী থেকে ৪২০ কিলোমিটার দূরে, মহাসড়কসংলগ্ন একটি গ্রামে, এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‌    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামিবিয়ার সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় লোকজন, নির্মাণ কোম্পানি চায়না হেনান ইন্টারন্যাশনাল কো-অপারেশন গ্রুপ কোং লিমিটেড (হেনান ইন্টারন্যাশনাল)-এর প্রতিনিধিবৃন্দসহ ৪ শতাধিক মানুষ।

অনুষ্ঠানে নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং প্রকৌশল ও পরিবহনমন্ত্রী জন মুতোরওয়া বলেন, একটি উচ্চমানের সড়ক তৈরি করে দেওয়ায় এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ায়, তার দেশ চীনের কাছে কৃতজ্ঞ।

হেনান ইন্টারন্যাশনাল নামিবিয়ার মহাব্যবস্থাপক কুই ইউনকে অনুষ্ঠানে বলেন, সংস্থাটি মহামারী, জলের ঘাটতি, এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মতো সমস্যা কাটিয়ে, প্রকল্পটি বাস্তবায়ন করেছে এবং প্রায় এক হাজার স্থানীয় লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। সড়কটি নির্মিত হওয়ায় স্থানীয় ক্ষুদ্র কৃষক, মহিলা ও যুবক-যুবতীদের আয়ও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। (অনুপমা/আলিম/ছাই)