সেপ্টেম্বর ৩: চীনের বৃহত্তম ছাংছিং তেলক্ষেত্রে উত্পাদন ১০০ কোটি টন ছাড়িয়ে গেছে। সম্প্রতি ছাংছিং তেলক্ষেত্রের অনুসন্ধান বিভাগের প্রধান ভূতত্ত্ববিদ চাং থাও এ তথ্য জানান।
তিনি বলেন, ছাংছিংয়ে এখন পর্যন্ত ৫০টি তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ছাংছিং এখন চীনের তেল ও গ্যাস সম্পদের রিজার্ভ ও উত্পাদনের গুরুত্বপূর্ণ ঘাঁটি।
উল্লেখ্য, ছাংছিং তেলক্ষেত্র অর্ডোস বেসিনে অবস্থিত। (ছাই/আলিম/ওয়াং হাইমান)