গ্রীষ্মে চীনে ১১০ কোটি মানুষের আসা-যাওয়া
2024-09-03 18:18:18


সেপ্টেম্বর ৩: এই গ্রীষ্মে, তথা জুলাই থেকে আগস্ট পর্যন্ত, ১১০ কোটি মানুষ চীনে ঢুকেছে ও চীন থেকে বাইরে গেছে। এ সংখ্যা দৈনিক গড়ে ১৭ লাখ ৭৯ হাজার, যা গতবছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরো আজ (মঙ্গলবার) এ তথ্য জানায়।

ব্যুরো জানায়, পারস্পরিক ভিসা ছাড় এবং ১৪৪ ঘন্টার ট্রানজিট ভিসা ছাড়সহ বিভিন্ন অনুকূল নীতিমালার কারণে, চীনে বিদেশি পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে।

ব্যুরো আরও জানায়, উক্ত সময়কালে চীনের মূল ভূভাগের ৫ কোটি ৫৩ লাখ ৮১ হাজার বাসিন্দা দেশের বাইরে গেছেন ও দেশের ভিতরে ঢুকেছেন। আর হংকং, ম্যাকাও ও তাইওয়ানের বাসিন্দাদের আসা-যাওয়ার সংখ্যা ৪ কোটি ৪০ লাখ ৩২ হাজার। একই সময় ভিসা ছাড়ের সুবিধা গ্রহণ করে চীনে এসেছেন ১৯ লাখ ৫৭ হাজার জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১৭ শতাংশ বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)