কানাডার ব্যবস্থা: বৈষম্যবিরোধী তদন্ত করবে চীন
2024-09-03 16:50:10

সেপ্টেম্বর ৩: চীন বৈদেশিক বাণিজ্য আইনের অনুচ্ছেদ ৭ ও অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, কানাডা কর্তৃক গৃহীত প্রাসঙ্গিক বিধিনিষেধমূলক ব্যবস্থার প্রেক্ষাপটে, বৈষম্যবিরোধী তদন্ত পরিচালনা করবে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীনে কানাডার রেপসিড রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যাকে ডাম্পিং বলে সন্দেহ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে, কানাডিয়ান রাসায়নিক পণ্যের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্তও করবে চীন।

মুখপাত্র আরও জানান, এক্ষেত্রে চীনের অবস্থান স্পষ্ট। চীন যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার সুরক্ষা করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)