চীনা ও ইরিত্রিয়া প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
2024-09-03 10:26:35

সেপ্টেম্বর ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) বিকেলে বেইজিংয়ের গণ-মহাভবনে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকির সঙ্গে এক বৈঠক করেছেন।

সি চিন পিং বলেন, চীন ও ইরিত্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছরের বেশি সময়ে পারস্পরিক আস্থা অর্জিত হয়েছে এবং পরস্পর শক্তিশালী সমর্থন দিয়েছে। চীন ইরিত্রিয়ার সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর করা, বাস্তব সহযোগিতা বেগবান করা এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।

তিনি জোর দিয়ে বলেন, চীন ইরিত্রিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ের বিনিময় ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় জোরদার করা, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ও ‘বেল্ট অ্যান্ড রোড’-এর মতো বিভিন্ন উদ্যোগ ও  মেকানিজম প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে জ্বালানি, অবকাঠামো ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে ইরিত্রিয়ার শিল্পায়ন ও কৃষি আধুনিকায়ন প্রক্রিয়ায় সহায়তা দিতে চায়।

 

ইসাইয়াস বলেন, চীনের আন্তর্জাতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব প্রশাসন ও সংস্কার নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে। চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আফ্রিকান দেশ আরো ভালো উন্নয়ন বাস্তবায়ন, উপনিবেশবাদ ও আধিপত্যবাদ প্রতিরোধ এবং আন্তর্জাতিক সমাজে সম্মান অর্জনে সহায়তা করছে। দেশটি দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে এবং চীনের সঙ্গে জ্বালানি, অবকাঠামো ও সমুদ্রসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করতে ইচ্ছুক।

(প্রেমা/তৌহিদ/ছাই)