সেপ্টেম্বর ২: সম্প্রতি উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় সশস্ত্র অভিযান চালায় তুর্কি বাহিনী। এতে ১৭ জন কুর্দি জঙ্গি নিহত হয়। তুরস্কের জাতীয় নিরাপত্তা ব্যুরো গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, তুর্কি বাহিনীর একাধিক অভিযানে ইরাকের উত্তরাঞ্চলের গুয়েরা ও মাইতিনা অঞ্চলে ১৫ জন কুর্দি জঙ্গি নিহত হয়। আর মানবিজ অঞ্চলে কুর্দি সশস্ত্র বাহিনীর ‘জনগণের প্রতিরক্ষা ইউনিট’-এর দু’জন সদস্য নিহত হয়। (অনুপমা/আলিম/ছাই)