সেপ্টেম্বর ১: আফ্রিকার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ যোগ দেয়। প্রতি বছরের ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় চীনা ভাষা দিবস পালিত হয়। দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের সহযোগিতায় চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক দ্রুত বিকাশ লাভ করেছে। চীন-আফ্রিকা বন্ধুত্ব গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে। চীনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত সিয়ে শেং ওয়েন সম্প্রতি এ সব কথা বলেন।
তিনি বলেন, চীন টানা ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দক্ষিণ আফ্রিকা টানা ১৪ বছর ধরে আফ্রিকায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ চীন-আফ্রিকা মোট বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ।
তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব শক্তিশালী। ২০২৩ সালের আগস্টে ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে দক্ষিণ আফ্রিকাতে খুব সফল রাষ্ট্রীয় সফর করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তখন দু’দেশের মধ্যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)