চীন-আফ্রিকা সহযোগিতায় অবদান রাখতে আফ্রিকান পণ্ডিতদের জবাবি চিঠি লিখেছেন সি চিন পিং
2024-08-30 19:22:04

অগাস্ট ৩০: গত মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৫০টি আফ্রিকান দেশের পণ্ডিতদের একটি জবাবি চিঠি দিয়েছেন। তিনি তাঁদেরকে উচ্চ মানের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং ‘গ্লোবাল সাউথের’ সাধারণ স্বার্থ রক্ষায় বুদ্ধিগত সমর্থন দানে উত্সাহিত করেছেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, শান্তিপূর্ণ উন্নয়ন এবং সংস্কার ও উন্মুক্তকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি চীন দেশ ক্রমাগত বৃদ্ধি ও বিকাশ করে চলেছে, চীন বিশ্বশান্তি ও আন্তর্জাতিক ন্যায়বিচারের শক্তিকে আরও বৃদ্ধি করবে এবং বিশ্বের আধুনিকীকরণ প্রক্রিয়া, বিশেষ করে ‘গ্লোবাল সাউথের’ উন্নয়নে শক্তি যোগাবে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও আফ্রিকা সর্বদা একটি অভিন্ন কল্যাণের সমাজ। বিশৃঙ্খল বিশ্ব পরিস্থিতিতে চীন ও আফ্রিকাকে আগের চেয়ে আরও বেশি ঐক্য ও সহযোগিতা বেগবান করতে হবে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের নতুন শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চীন-আফ্রিকা সহযোগিতার পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য নেতারা আবারও একত্রিত হবেন, যা চীন-আফ্রিকা সম্পর্কের আরও চমৎকার সম্ভাবনা উন্মোচন করবে। প্রেসিডেন্ট সি আশা করেন যে, "চীন ও আফ্রিকার মধ্যে দার এস সালাম ঐকমতের" ভিত্তিতে আফ্রিকান পণ্ডিতরা ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর উন্নয়নের পথ, চীন-আফ্রিকা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা অন্বেষণ নিয়ে গবেষণা জোরদার করবেন এবং উচ্চ-স্তরের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখবেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)