দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের বারবার উস্কানির দৃঢ় বিরোধিতা করে চীন
2024-08-30 18:19:51

অগাস্ট ৩০: সম্প্রতি জাপান আবারও দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনকে অযৌক্তিকভাবে আক্রমণ করেছে, অপমান করেছে এবং ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টি করেছে। এর দৃঢ় বিরোধিতা করে চীন। জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, ফিলিপিন্স বারবার চীনের দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও রিফগুলিতে সীমানা লঙ্ঘন এবং উস্কানিমূলক কাজ করে, যা চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে আঘাত করেছে। এর দায় সম্পূর্ণ ফিলিপিন্সের। 

চীন দক্ষিণ চীন সাগরের সালিশি মামলার অবৈধ রায় স্বীকার করে না, বা রায়ের ভিত্তিতে কোনো দাবি বা পদক্ষেপ গ্রহণ করে না। রায়ের অজুহাতে চীনের উপর চাপ সৃষ্টির জন্য জাপানের বিরোধিতা করে চীন। আইনের অজুহাতে যে কোনো রাজনৈতিক আচরণ অবশ্যই ব্যর্থ হবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)